লিবিয়া উপকূলে ডুবে ৭৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২০ at ৯:০৫ পূর্বাহ্ণ

লিবিয়া উপকূলের কাছে একটি রাবারের ভেলা ডুবে অন্তত ৭৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি সংস্থা। ইঞ্জিনচালিত ওই ভেলাটি বুধবার লিবিয়ার খোমস শহর থেকে রওনা হয়েছিল। ১২০ জনেরও বেশি আরোহীকে নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় বৃহস্পতিবার সেটি উল্টে যায় বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। স্থানীয় জেলে এবং লিবিয়ার কোস্ট গার্ডের সদস্যরা পরে ৪৭ জনকে জীবিত এবং এক শিশুসহ ৩১টি মৃতদেহ উদ্ধার করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
উত্তর আফ্রিকা থেকে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যাওয়ার এ বিপজ্জনক পথে প্রায়ই বিভিন্ন নৌযান দুর্ঘটনায় পড়ে। গত ১ অক্টোবর থেকে বৃহস্পতিবার পর্যন্ত এরকম অন্তত ৮টি নৌকা ডুবেছে।

পূর্ববর্তী নিবন্ধহামে বেড়েছে মৃত্যু ২৩ বছরে সর্বোচ্চ আক্রান্ত
পরবর্তী নিবন্ধবাস পোড়ানো বিএনপি ও তার দোসরদের ষড়যন্ত্রের অংশ : তথ্যমন্ত্রী