হাবিব তাজকিরাসের রিয়েলিটি শো’র গ্র্যান্ড ফিনালে আজ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সেলুন হাবিব তাজকিরাসের রিয়েলিটি শো ওয়েসিস আউটফিট প্রেজেন্টস মিস্টার এন্ড মিস হাবিব তাজকিরাসের চূড়ান্ত পর্ব আজ নগরীর জাকির হোসেন রোডস্থ খুলশী কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। প্রায় সাড়ে তিন হাজার প্রতিযোগীর মধ্য থেকে ৯ টি ধাপে প্রতিযোগিতার মাধ্যমে ১৬ জন নারী ও ১৬ জন পুরুষ প্রতিযোগী বেছে নেয়া হয়েছে। সেরা ৩২ প্রতিযোগী গ্র্যান্ড ফিনালেতে নানা ধরনের পারফরমেন্স করবেন ও বিচারকদের প্রশ্নের উত্তর দিবেন। আজ বিকেল ৩ টায় জমকালো এক আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গ্র্যান্ড ফিনালেতে বিচারক থাকবেন জনপ্রিয় নাট্য ও চলচ্চিত্র অভিনেতা তারিক আনাম খান, অভিনেত্রী তানিয়া আহমেদ, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, কবি ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী এবং ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী।

চট্টগ্রাম ছাড়াও দেশের ২১ টি জেলা থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছে। চট্টগ্রামের পাশাপাশি ঢাকায়ও অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার প্রাথমিক পর্ব। স্ক্রিনিং, অডিশন ও এলিমিনেশন পর্ব শেষে বাছাইকৃত ৩২ প্রতিযোগীকে নিয়ে হয় ৬ দিনব্যাপী গ্রুমিং সেশন। গ্রুমিং সেশনে কমিউনিকেশন স্কিল, উপস্থাপনা, স্ট্রেস ম্যানেজমেন্ট, নানা বিষয়ে পারফর্মেন্স, র‌্যাম্পে হাটা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। রিয়েলিটি শোর আয়োজক হাবিব তাজকিরাসের চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ জানান, চট্টগ্রাম থেকে দ্বিতীয়বারের মতো আয়োজিত মিস্টার এন্ড মিস হাবিব তাজকিরাস রিয়েলিটি শো এবার সারাদেশেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ফলে চট্টগ্রাম, ঢাকা ছাড়িয়ে দেশের বিভিন্ন জেলা থেকে এই শো’তে অংশ নিতে তরুণতরুণীরা রেজিস্ট্রেশন করেছে। যাদের মধ্য থেকে বাছাইকৃত ৩২ জনকে নিয়েই আজ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সাথে এম মনজুর আলমের মতবিনিময়
পরবর্তী নিবন্ধইসলামী ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ ১৮ মার্চ, ১০ দফা দাবি