হাতের মুঠোয় পৃথিবী

শর্মি বড়ুয়া | বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

পৃথিবী এখন হাতের মুঠোয়
বিশ্ব এখন এগিয়ে।
থাকবে না কো বদ্ধ ঘরে
থাকবে না কেউ পিছিয়ে।

মানবের মস্তিষ্ক এখন জ্ঞানের ভান্ডার,
দিচ্ছে সঠিক দিকনির্দেশনা।
আরো এগিয়ে যাবে জাতি,
নেই কোনো ভাবনা।

চল এবার সবাই মিলে
করি সংকল্প।
আমাদের সুচিন্তা ছাড়া
নেই কোনো বিকল্প।

পূর্ববর্তী নিবন্ধবিজয়
পরবর্তী নিবন্ধমাস্টারদার সূর্য স্বামী বিবেকানন্দ: দেশপ্রেমের আলো পেয়েছিলেন যাঁর কাছে