পৃথিবী এখন হাতের মুঠোয়
বিশ্ব এখন এগিয়ে।
থাকবে না কো বদ্ধ ঘরে
থাকবে না কেউ পিছিয়ে।
মানবের মস্তিষ্ক এখন জ্ঞানের ভান্ডার,
দিচ্ছে সঠিক দিকনির্দেশনা।
আরো এগিয়ে যাবে জাতি,
নেই কোনো ভাবনা।
চল এবার সবাই মিলে
করি সংকল্প।
আমাদের সুচিন্তা ছাড়া
নেই কোনো বিকল্প।