বিজয়

অঞ্জলি বড়ুয়া | বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

উবলা খাপলা ঝাকড়া মাথার চুল,
কাঁধে রাইফেল, গামছা পেঁচানো ছেঁড়া উদোম গায়ের ভিতর
যে ফুঁসলে ওঠা তেজ এনেছে বিজয়।
আটপৌড়ে শাড়ি, বেণী দুলিয়ে কিশোরীর আল বেয়ে
সরষে ফুলে ফুলে প্রজাপতির পাখনা মেলা
নিটোল পায়ের নুপুরের ছন্দ, হঠাৎ বন্ধ করে
দম বন্ধ ঘুমোট বাঁধা স্যাঁত স্যাঁতে ঝোপের ভিতর
যে রুদ্ধশ্বাস এনেছে বিজয়।
জোনাকজ্বলা আলো ছড়ানো এলোমলো জোছনায়
প্রেয়সীর আঁচলে বাঁধা চিরকুট এর অপেক্ষায়,
ছুটে আসা উৎকণ্ঠিত ভালোবাসার নিঃশব্দ কথোপকথন এনেছে বিজয়।

মায়ের নুন ফেন মাখা গরম ভাতের থালায়,
অশ্রুভেজা কপোলে বহতা নদী,
সেই নদীতে হঠাৎ ঝাঁপিয়ে পড়া কাদা মাটি মাখা হাতে
গাপুস গুপুস নিমেষেই গিলে ফেলার ক্ষুধা এনেছে বিজয়।

শীতের সকালে আগুন পোহানোর খড়কুটোর আমেজ
আর দূরে গ্রামের পর গ্রাম জ্বলে উঠার লেলিহান শিখার উত্তাপ
আর হাহাকার একাকার হয়ে এনেছে বিজয়।

মায়ের, বোনের নয়মাসের এক আকাশ নীল বেদনা,
অনন্তকাল বেঁধে রাখা সত্তার এক মহাসাগর পরম ত্যাগ এনেছে বিজয়।
তাদের ছিল না কোনও নেশা, লোভ লালসা,
পাওয়ার আকাঙ্ক্ষা,
ছিলনা কোনও আসক্তি, বিত্তবাসনা,
সূর্যের মত জ্বলজ্বল আগুন চোখে বুনেছিল একখণ্ড সবুজ,
একটি পতাকা, একটি সোনার বাংলা
সেই পাগলপারা স্বপ্ন এনেছে বিজয়।

উবলা খাপলা ঝাকড়া মাথার চুল
কাঁধে রাইফেল, গামছা পেঁচানো ছেঁড়া উদোম গায়ের ভিতর
যে ফুঁসলে ওঠা তেজ এনেছে বিজয়।

আটপৌড়ে শাড়ি, বেণী দুলিয়ে কিশোরীর আল বেয়ে
সরষে ফুলে ফুলে প্রজাপতির পাখনা মেলা
নিটোল পায়ের নুপুরের ছন্দ, হঠাৎ বন্ধ করে
দম বন্ধ ঘুমোট বাঁধা স্যাঁত স্যাঁতে ঝোপের ভিতর
যে রুদ্ধশ্বাস এনেছে বিজয়।

জোনাকজ্বলা আলো ছড়ানো এলোমলো জোছনায়
প্রেয়সীর আঁচলে বাঁধা চিরকুট এর অপেক্ষায়,
ছুটে আসা উৎকণ্ঠিত ভালোবাসার নিঃশব্দ কথোপকথন এনেছে বিজয়।

মায়ের নুন ফেন মাখা গরম ভাতের থালায়,
অশ্রুভেজা কপোলে বহতা নদী,
সেই নদীতে হঠাৎ ঝাঁপিয়ে পড়া কাদা মাটি মাখা হাতে
গাপুস গুপুস নিমেষেই গিলে ফেলার ক্ষুধা এনেছে বিজয়।

শীতের সকালে আগুন পোহানোর খড়কুটোর আমেজ
আর দূরে গ্রামের পর গ্রাম জ্বলে উঠার লেলিহান শিখার উত্তাপ
আর হাহাকার একাকার হয়ে এনেছে বিজয়।

মায়ের, বোনের নয়মাসের এক আকাশ নীল বেদনা,
অনন্তকাল বেঁধে রাখা সত্তার এক মহাসাগর পরম ত্যাগ এনেছে বিজয়।

তাদের ছিল না কোনও নেশা, লোভ লালসা,
পাওয়ার আকাঙ্ক্ষা, ছিল না কোনও আসক্তি, বিত্তবাসনা,
সূর্যের মত জ্বলজ্বল আগুন চোখে বুনেছিল একখণ্ড সবুজ,
একটি পতাকা,একটি সোনার বাংলা
সেই পাগলপারা স্বপ্ন এনেছে বিজয়।

পূর্ববর্তী নিবন্ধসবুজ গহনা খুঁজি
পরবর্তী নিবন্ধহাতের মুঠোয় পৃথিবী