হাটহাজারী মাদ্রাসার পরিস্থিতি এখন স্বাভাবিক। চলছে প্রশাসনিক কার্যক্রম ও পরীক্ষা। কওমি মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রণ সংস্থা আল হাইআতুল উলয়া লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষা গত রবিবার থেকে হাটহাজারী মাদ্রাসাসহ দেশের বিভিন্ন কওমি মাদ্রাসায় শুরু হয়েছে। গতকাল সোমবার ২য় দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র আন্দোলনের কারণে গত বৃহস্পতিবার সরকার এক প্রজ্ঞাপন জারি করে হাটহাজারী মাদ্রাসা বন্ধ ঘোষণা করেন। কিন্তু শুক্রবার জুমার নামাজের পর মাদ্রাসার তৎকালীন সিনিয়র শিক্ষক এবং শনিবার শুরা কমিটির বৈঠকে নবনিযুক্ত শিক্ষা পরিচালক শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী শনিবার যথারীতি মাদ্রাসার কার্যক্রম চলবে বলে মসজিদের মাইকে ঘোষণা করেন। তবে শুক্রবার রাতে আল্লামা শাহ আহমদ শফী ইন্তেকাল করলে তাঁর নামাজে জানাযার কারণে শনিবার মাদ্রাসার কার্যক্রম বন্ধ ছিল। ঐদিন বিকাল চারটায় শুরা কমিটির বৈঠকে সরকারের করোনাকালীন সকল শর্ত মেনে স্বাস্থ্যসম্মত পরিবিশে রবিবার থেকে শিক্ষা কার্যক্রম চলবে বলে ঘোষণা করা হয়। কারণ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত ছিল রবিবার থেকে সারা দেশে কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষা শুরু হবে । সারা দেশে যেহেতু অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সে কারণে হাটহাজারী মাদ্রাসায়ও এ পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হলেও মাদ্রাসায় কোন ক্লাস হয়নি। মাদ্রাসা সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সোমবার মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেন ঐ সূত্র।