বান্দরবানে চাঁদাবাজির মামলায় যুবকের দুই বছরের কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২০ at ১০:২২ পূর্বাহ্ণ

বান্দরবানে চাঁদাবাজির মামলায় এক যুবককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিকালে বান্দরবান দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন জেলা সদরের কালাঘাটা এলাকার বাসিন্দা গুণধন ত্রিপুরার ছেলে ওয়াসেন ত্রিপুরা (২২)। আদালত সূত্রে জানা যায়, গত ৫ জুলাই বান্দরবান বাজারে এইচ এম সম্রাট নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ হাজার টাকা চাঁদা আদায় করার সময় হাতেনাতে গ্রেপ্তার হন ওয়াসেন ত্রিপুরা ও অংথোয়াইচিং। পাহাড়ি সংগঠনের পরিচয়ে চাঁদা দাবির এ ঘটনায় এইচ এম সম্রাট বাদী হয়ে দ্রুত বিচার আইনে বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার যাবতীয় কার্যক্রম শেষে গতকাল বিকেলে আসামি ওয়াসেন ত্রিপুরাকে দণ্ড প্রদান করা হয়। অপর আসামি অংথোয়াইচিং মার্মাকে খালাস দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যের গাড়িচালক মালেক বরখাস্ত, ১৪ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধহাটহাজারী মাদ্রাসার পরিস্থিতি স্বাভাবিক