হাটহাজারী-ফটিকছড়ি মহাসড়কে ডিভাইডার চাই

| শনিবার , ১১ নভেম্বর, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীনাজিরহাটখাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সাড়ে ৩২ কিলোমিটার অংশে ১৮ ফুট প্রস্থের সড়ককে ৩৪ ফুট প্রস্থে সম্প্রসারণ করা হয়েছে। ইতিমধ্যে উত্তর চট্টগ্রামের মানুষের যাতায়াত ক্ষেত্রে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হতে শুরু করেছে। এ সড়কের কাজ শেষ হওয়ার পর চট্টগ্রামের সঙ্গে ফটিকছড়ি ও খাগড়াছড়ির যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং একই সাথে কৃষিভিত্তিক পণ্য পরিবহণও সহজতর হয়েছে। কিন্তু ওই সড়কের মধ্যেখানে কোনো ডিভাইডার না থাকায় প্রায়ই মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।

গত ৭ নভেম্বর হাটহাজারীনাজিরহাট সড়কের মির্জাপুর ইউনিয়নের ‘চারিয়ার ইজতেমা’ মাঠ সংলগ্ন জায়গায় বাসসিএনজি টেক্‌সি সংঘর্ষে একই পরিবারের ৭ জন মারা গিয়েছে। তাই মহাসড়কটিতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রয়োজন গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার ও রোড ডিভাইডার। এতে গাড়ি নিয়ন্ত্রণে থাকবে এবং জ্যামও কমে যাবে। তাই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ইসমাইল হোসেন

শিক্ষার্থী, হাটহাজারী সরকারি কলেজ,

চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধসোরেন কিয়ের্কেগার্ড : অস্তিত্ববাদের জনক
পরবর্তী নিবন্ধলোভ