হাটহাজারীতে রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:১৯ অপরাহ্ণ

হাটহাজারীতে মো. তারেক(২০) নামে এক রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ সোমবার(১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এলিট সিটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বোয়ালীয়ারকূল এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জনৈক বেলালের পুত্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায, আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিট সিটি সংলগ্ন এলাকায় একটি গলাকাটা মরদেহ দেখতে পেয়ে সংবাদটি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের(চমেক) মর্গে প্রেরণ করে।

দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. ইউসুফ রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধারের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গলাকাটা মরদেহ উদ্ধারের সত্যতা স্বীকার করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রফিকূল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ এলিট সিটি এলাকা হতে তারেক নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক থেকে জমা স্লিপ নিজেই সিল দেন, পাঠান পাওনাদারদের কাছে
পরবর্তী নিবন্ধগৃহকর্মী সেজে প্রবেশ, চুরি করে প্রস্থান