হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দুই দোকানীকে জরিমানা, জনসচেতনতা সৃষ্টিতে মাস্ক বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২২ মার্চ, ২০২১ at ৭:৪৬ অপরাহ্ণ

হাটহাজারীতে আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে আজ সোমবার (২২ মার্চ) পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানে দ্রব্যমূল্য না টাঙানোর অপরাধে দুই দোকানীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তাছাড়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করতে মাস্ক বিতরণ করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উল্ল্যাহ জানান, ইউএনও-এর নির্দেশে আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে আজ সোমবার পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
এসময় দুই দোকানে মূল্য তালিকা না থাকায় দোকানীকে সতর্ক করে দিয়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
তাছাড়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনগণকে সচেতন করতে মাস্ক বিতরণ করা হয়।
অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক অগ্নিকাণ্ড
পরবর্তী নিবন্ধবাঘাইছড়িতে চার দিনেও খোঁজ মেলেনি শ্রমিকের