হাটহাজারীতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ১১:১৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের নির্দেশনায় গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন এ উপলক্ষে আয়োজন করে বিজ্ঞান মেলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ’র সভাপতিত্বে বিকালে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, হাটহাজারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোল মোহম্মাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আজম। এর আগে সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ইউএনও। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কৃতিত্ব প্রদর্শনের জন্য মাধ্যমিক পর্যায়ে ফজলুল কাদের স্কুল অ্যান্ড কলেজ ১ম স্থান, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ২য় স্থান ও হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করে। কলেজ পর্যায়ে হাটহাজারী সরকারি কলেজ ১ম স্থান, কুয়াইশ শেখ মুহাম্মদ ডিগ্রি কলেজ ২য় স্থান ও নাজিরহাট কলেজ ৩য় স্থান অধিকার করে।

পূর্ববর্তী নিবন্ধমহানগর মৎস্যজীবী লীগের কর্মী সমাবেশ
পরবর্তী নিবন্ধড. আবু ইউসুফের নাগরিক স্মরণসভা ২৮ নভেম্বর