‘সমন্বিত পদক্ষেপ মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারে’

| রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:২৭ পূর্বাহ্ণ

কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনাধীন স্মাইল (রিইন্টিগ্রেশন) প্রকল্পের উপদেষ্টা কমিটির সভা চকবাজার কাউন্সেলিং সেন্টারে রবিবার অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের উপদেষ্টা কমিটির সদস্যদের উপস্থিতিতে সভায় সকলে মাদক প্রতিরোধে কারিতাসের প্রচেষ্টার প্রশংসা করেন এবং একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রকল্পটি চট্টগ্রাম শহরে বসবাসরত মাদকনির্ভর ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, পারিবারিক কাউন্সেলিং, সুস্থতাগামী মাদকসেবিদের ক্ষুদ্র ব্যবসায় অর্থ সহায়তা সহ নানাবিধ কার্যক্রম ২০১৫ সাল থেকে পরিচালনা করে আসছে। স্মাইল প্রকল্পের উপদেষ্টা কমিটির আহবায়ক এবং চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দরবার শরীফের প্রতিনিধি সারোয়ার আলম মিডু, গোয়াছিবাগান মহল্লা কমিটির সভাপতি বাবু নৃপেন্দ্র সিংহ, রিকভারি প্রতিনিধি প্রিন্স গোমেজ সহ প্রকল্পের মনিটরিং এন্ড জব প্লেসমেন্ট অফিসার শাহরিয়ার শিমুল, আবদুল জলিল, একেএম ইকবাল, যোসেফ এলেন রোজারিও, জাবেদ হাসান মুন্না প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম গুজরা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সমাবেশ
পরবর্তী নিবন্ধশারদীয় দুর্গোৎসব উপলক্ষে জামালখানে বস্ত্র বিতরণ