শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জামালখানে বস্ত্র বিতরণ

| রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:২৭ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চিরায়ত কাল থেকে আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান পরস্পর সহাবস্থান করে আসছে। একজনের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানে আমরা মিলেমিশে সবাই অংশগ্রহণ করি। এই ভ্রাতৃত্ববোধ আমাদের বাঙালি জাতীয়তাবাদকে চিরকাল জাগরূক রেখেছে। গতকাল শনিবার জামালখানস্থ একটি কমিউনিটি সেন্টারে কাউন্সিলর শৈবাল দাশ সুমনের ব্যক্তিগত উদ্যোগে ৫ শতাধিক এলাকাবাসীর মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
যুবনেতা অঞ্জন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুল, সহসভাপতি হাজী সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, মৃদুল দাশ, আহসান উল্লাহ খোকন, ইকবাল আহমদ ইমু, জাহাঙ্গীর মোস্তফা, বাবুল দেব রায়, সুমন দেবনাথ, ওয়াহিদুল আলম শিমুল, মিনহাজ উদ্দিন, শ্বাশত চৌধুরী লিটু,অ্যাড টিপু শীল জয়দেব, লিটন শীল, শৈবাল দাশ, রত্নেশ্বর দাশ জিতু,সুষ্ময় দাশ বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘সমন্বিত পদক্ষেপ মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারে’
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যের ব্যবসায়ীদের চট্টগ্রামে বিনিয়োগের আহ্বান