হাটহাজারীতে বই চুরির ঘটনায় প্রধান শিক্ষক বহিষ্কার

দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৩ জুলাই, ২০২২ at ৫:১০ পূর্বাহ্ণ

হাটহাজারীর ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মহসিনকে সাময়িক বহিস্কার করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। গতকাল শনিবার সকালে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শামিম।
গত মঙ্গলবার রাতে বিদ্যালয়ের সংরক্ষিত কক্ষ থেকে বই চুরির ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ও থানায় মামলার ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বই চুরির ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মহসিনকে বহিস্কারের পর গতকাল শনিবার বিদ্যালয় পরিচালনা কমিটি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিকুলকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেয় পরিচালনা কমিটি। অপরদিকে বই চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, উদিতি ক্লাব ও ফতেপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে গতকাল মানববন্ধন বিদ্যালয়ের প্রধান ফটকে অনুষ্ঠিত হয়েছে। উদিতি ক্লাবের সভাপতি মো. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বর্তমানে বিদ্যালয়টি চুরির স্বর্গে পরিণত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা যদি চুরি করে তাহলে শিক্ষার্থীরা কি শিখবে। একটা শিক্ষার্থীও মানুষ হয়ে বের হবেনা। উদিতি ক্লাবের সাধারণ সম্পাদক রিদওয়ানুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জায়নুল আবেদীন, উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল বাহার, তসলিম হায়দার, জাহাঙ্গীর আলম জনি, চবি সহকারী রেজিস্ট্রার নুরুল আবছার, চবি অফিসার সমিতির সহ-সভাপতি মিনা পারভিন, দেলোয়ার হোসেন, এম. এ রাসেল, আবু তালেব শিবলু প্রমুখ। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালেব বিন সিকো, শাহ আলম, হামিদ মেম্বার, কামাল উদ্দিন, মো. রফিক, শিহাব উদ্দিন, ইব্রাহীম, ফরিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগবেষকদের টেকসই প্রযুক্তি উদ্ভাবন করতে হবে
পরবর্তী নিবন্ধ‘মানবিক কার্যক্রমে গাউসিয়া কমিটির নিরলস সম্পৃক্ততা বিশ্ব্বব্যাপী প্রশংসনীয়’