হাটহাজারীতে ফসলি জমির মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা অর্থদণ্ড

মাটি বহনকারী দু’টি গাড়ি জব্দ

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৯:৩২ অপরাহ্ণ

হাটহাজারীতে ফসলি জমির মাটি কর্তনের দায়ে নুরুল আলম নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইটি মাটি বহনকারী চাঁদের গাড়ি (জিপ) জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার গুমানমর্দ্দন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম।

কৃষি জমি সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে উল্লেখ করে অভিযান পরিচালনাকারী ইউএনও মো. শাহিদুল আলম বলেন, “ফসলি জমির মাটি কর্তনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ২টি মাটি বহনকারী চাঁদের গাড়ি (জিপ) জব্দ করা হয়।”

এ সময় অভিযুক্ত নুরুল আলম কৃষি জমির মাটি কাটার বিষয়টি স্বীকার করলে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অর্ধলক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে নিখোঁজ প্রবাসীর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধপাকিস্তানে যাকাত নিতে গিয়ে পদদলনে নিহত ১১