হাটহাজারীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২২ এপ্রিল, ২০২৪ at ১২:২৮ অপরাহ্ণ

হাটহাজারীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম (দুধ ও ডিম খাওয়ানো কর্মসূচি) অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পৌরসদরস্থ আজিমপাড়া গাউসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজনে প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কানুনগোর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন সিকদার, শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আকরাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা। এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা মো. শাহা আলম খাঁন, সহকারী শিক্ষা কর্মকর্তা লতিকা রত্নম মান্না, তসলিমা আকতার কাকলী, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. রাজু, ফার্মার মনসুর আলম, শাহাবুদ্দিন মানিক, মো. হোসেন, হাফিজুর রহমান হাফেজ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারের নৌ-বাহিনীর গুলিতে বাংলাদেশী দুই জেলে আহত
পরবর্তী নিবন্ধমরিয়ম বেগম