হাটহাজারীতে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ

| মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা গত ১০ জুন কৃষিবিদ মো. আল মামুন সিকদারের তত্ত্বাবধানে হর্টিকালচার সেন্টার হাটহাজারীতে অনুষ্ঠিত হয়। তিনি অল্প সময়ে বছরব্যাপী কিভাবে উন্নতমানের ফল পাওয়া যায় তা প্রশিক্ষণার্থী কৃষকদেরকে অভিহিত করেন। হর্টিকালচার গাছের দ্বারা কিভাবে ফলদ বৃক্ষ রোপন করলে সারাবছর কিভাবে পুষ্টিকর ফল পাওয়া যায় তা উপস্থিত কৃষকদের সামনে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় তিনি অতিথি কর্ণফুলী উপজেলা, সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মোকাম্মেল হক খানকে একজন সফল বৃক্ষপ্রেমী হিসাবে প্রশিক্ষণর্থীদেরকে পরিচয় করিয়ে দেন। মো. মোকাম্মেল হক খান মুজিববর্ষের অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি, এ প্রতিপাদ্যটি বাস্তবায়নে ব্যাপকভাবে ফলদ গাছ লাগানোর জন্য আহবান জানান। একজন মা-বাবা তার সন্তানকে যেভাবে লালন পালন করে বড় করে তোলে, তেমনটি বৃক্ষকে পরিচর্যা করতে হবে। ভাল ফসল পেতে হলে বৃক্ষের সাথে আত্মার সম্পর্ক গড়ে তুলতে হবে। তিনি কৃষিবিদ মো. আল মামুন সিকদারকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় করোনা সুরক্ষা বুথ স্থাপন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ১৩ বছর পূর্তি উদযাপন