চকরিয়ায় করোনা সুরক্ষা বুথ স্থাপন

টান দিলেই মাস্ক, চাপ দিলেই স্যানিটাইজার

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চলমান বৈশ্বিক মহামারি করোনায় জনগণের সুরক্ষার জন্য ইয়ুথ এক্সপ্রেস বাংলাদেশের উদ্যোগে কক্সবাজারের চকরিয়ায় বসানো হয়েছে করোনা সুরক্ষা বুথ। ব্যাংক বুথ এর আদলে তৈরি করা এই বুথে চাপ দিলেই বের হয়ে আসবে হ্যান্ড স্যানিটাইজার, আর টান দিলেই বের হয়ে আসবে মাস্ক।
চকরিয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে করোনা সুরক্ষা বুথ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম, ইয়ুথ এক্সপ্রেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাগীব আহসান, ইয়ুথ এক্সপ্রেস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক সাকিব বিন সোয়েব। ফুটন্ত কিশোর ক্লাবের সভাপতি আদনান সহ ইয়ুথ এক্সপ্রেসের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ। করোনা সুরক্ষা বুথ স্থাপন উদ্বোধন পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ ও এএসপি তফিকুল আলম বলেন, এই উদ্যোগ অসাধারণ। উপজেলায় সেবা নিতে আসা ব্যক্তিদের মধ্যে যারা মাস্ক পরা থাকবেন না তারা এই বুথ থেকে বিনামূল্যে মাস্ক নিতে পারবেন। পাশাপাশি স্যানিটাইজারও ব্যবহার করার মাধ্যমে করোনামুক্ত রাখতে পারবেন নিজেকে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পৃথক অগ্নিকাণ্ডে পুড়ল ৩ বসতঘর
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ