চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে আয়াতুল নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার মেখল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আয়াতুল ওই এলাকার মুন্সি মিয়া মেম্বারের বাড়ির মো. শফির ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়াতুলের পরিবার সকালে ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু আয়াতুল বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশ্ববর্তী পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে এবং উদ্ধার করে হাটহাজারী সদরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৮ নং মেখল ইউপি সদস্য কাজী মোহাম্মদ সেলিম পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেন।