মৎস্য ঘেরের পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১২:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় মৎস্য প্রকল্পের পানিতে ডুবে মো. আবদুল্লাহ (৭) নামের প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের লতাপীরের মাজার সংলগ্ন মৎস্য প্রকল্পে এই ঘটনা ঘটে। শিশুটি মানিকপুর গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নির্মল বড়ুয়া বলেন, মানিকপুরের লতাপীরের মাজার সংলগ্ন এলাকায় শহিদুল্লাহর একটি মৎস্য প্রকল্প রয়েছে। প্রতিদিন পালাক্রমে প্রকল্প পাহারা দিয়ে আসছে পরিবারের লোকজন। অন্যান্য দিনের মতো শুক্রবার রাতে প্রকল্প পাহারা দিতে যায় শহিদুল্লাহ, তার স্ত্রী ও প্রতিবন্ধী ছেলে আবদুল্লাহ। শনিবার সকালের দিকে আবদুল্লাহ প্রকল্পের পানিতে নামলে ডুবে মারা যায়। তিনি আরো বলেন, পরিবার ও স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে সিক্স মার্ডারসহ অন্যান্য হত্যা মামলার রিপোর্ট দ্রুত দাখিলের তাগিদ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু