হাটহাজারীতে গুদাম থেকে টিসিবির পণ্য জব্দ

ডিলারশিপ বাতিলে চিঠি

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৭ মে, ২০২১ at ৪:৫৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে খোলাবাজারে বিক্রি না করে গুদামজাত করার সময় টিসিবির পণ্য জব্দ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বুড়িশ্চর ইউনিয়নের আবু তাহের মার্কেটের মের্সাস শাহ আমানত স্টোরের গুদামে অভিযান চালান ইউএনও রুহুল আমীন। অভিযানে দোকানে মজুতকৃত ২৮০ লিটার সয়াবিন, সাড়ে ৬৩ কেজি ছোলা এবং ২০ কেজি চিনি জব্দ করা হয়। সরকারিভাবে ন্যায্য মূল্যে বিক্রির জন্য বরাদ্দকৃত এসব পণ্য দোকানে মজুত রেখে অবৈধভাবে বিক্রির কারনে ইউএনও মেসার্স শাহ আমানত স্টোরের ডিলারশিপ বাতিল ও ডিলারের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করতে বৃহস্পতিবার টিসিবিকে চিঠিও দেন।
ইউএনও মোহাম্মাদ রুহুল আমীন জানান, বুধবার তার মেসেঞ্জারে এক ব্যক্তি টিসিবির পণ্য গুদামজাত করার বিষয়টি জানালে বৃহস্পতিবার ওই গুদামে অভিযান চালানো হয়। এসময় গুদামে পাওয়া টিসিবির পণ্য জব্দ করা হয়। ইতোমধ্যে ওই ডিলারের ডিলারশিপ বাতিলসহ ওই ডিলারের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার জন্য টিসিবি কর্তৃপক্ষকে প্রস্তাবনাসহ চিঠি দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখালেদার পাসপোর্ট নবায়নের আবেদন
পরবর্তী নিবন্ধকঙ্কাল উদ্ধার রহস্যের জট খুললো ১৪ মাস পর