হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ১৩ ঘর পুড়ে ছাই

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

হাটহাজারীর উত্তর মাদার্শায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ৬নং ওয়ার্ডের আনিস চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ওই বাড়ির বদিউল আলম, মাহবুবুল আলম, শফি সওদাগর, হেলাল চৌধুরী, রফিক চৌধুরী, কফিল চৌধুরী, ফোরক সওদাগর, নুরুল হক, আবুল খায়ের, জামাল উদ্দিন, ফরিদুল আলম মাস্টার, হাঁচি মিয়া, নন্না মিয়ার ঘর পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ত্রিশ লক্ষাধিক টাকা হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। জানা যায়, ক্ষতিগ্রস্ত বদিউল আলমের পুরাতন ঘরে দুপুরে রান্নার সময় হঠাৎ গ্যাসের চুলা থেকে ঘরে আগুন ধরে যায়। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা করে। অগ্নিকাণ্ডের প্রায় ১ ঘন্টা পর হাটহাজারী দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন- উত্তর মাদার্শায় অগ্নিকান্ডে ১৩ ঘর পুড়ে যায়। এছাড়া গতকাল পৌরসভায আরো পৃথক দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে তেমন ক্ষতি হয়নি। উত্তর মাদার্শার চেয়ারম্যান মনজুর হোসেন চৌধুরী মাসুদ গতরাতে অগ্নিদুর্গত এলাকা পরিদর্শন করে তাদের সান্ত্বনা দেন।

পূর্ববর্তী নিবন্ধদুবাইতে ইউসিবি স্টক ব্রোকারেজের বুথের যাত্রা
পরবর্তী নিবন্ধক্বণন’র আল মাহমুদ স্মরণানুষ্ঠান আজ