হাজী চাঁন্দ মিয়া সওদাগর রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি

| শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্রে ৮নং শুলকবহর ওয়ার্ডের বহদ্দার হাট কাঁচাবাজার একটি প্রসিদ্ধবাজার। এই বাজারে প্রতিনিয়ত পাইকারী, খুচরা ক্রেতা ও বিক্রেতার প্রচুর সমাগম হয়ে থাকে। বাজারের পশ্চিম পাশে হাজী চাঁন্দ মিয়া সওদাগর রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলে অত্র এলাকায় জনদুর্ভোগ দেখা দেয়। রাস্তায় কাদা জমে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, মানুষ ২/১ একদিন বাসা বাড়ি হতে বের হতে পারে না, স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীরা স্ব স্ব প্রতিষ্ঠানে যেতে পারে না। নালানর্দমার ময়লা পানি ও পলিথিনে রাস্তা সয়লাব হয়ে যায়। আশে পাশে বড় বড় ইমারত গড়ে উঠলেও রাস্তাটি উঁচু ও সংস্কার করার ব্যাপারে কোনো উদ্যোগ দেখা যায় না। অত্র এলাকার একমাত্র রাস্তাটি সংস্কার হচ্ছে না বিধায় এখানকার বাসিন্দারা সকল প্রকার নাগারিক সুবিধা হচ্ছে বঞ্চিত হচ্ছে। সামনে বর্ষা আসছে, যদি রাস্তাটি দ্রুত সংস্কার না করা হয় তাহলে এলাকার জনদুর্ভোগের চিত্র হবে ভয়াবহ। আশা করি কর্তৃপক্ষ ব্যাপারটি গুরুত্বসহকারে আমলে নিয়ে রাস্তাটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করবেন।

মোশাররফ হোসেন রোটন

বশর মার্কেট,

বিবিরহাট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধনরেন্দ্র দেব : কবি ও সাহিত্যিক
পরবর্তী নিবন্ধজরাজীর্ণ সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে পারে কবি ও কবিতায়