হাওয়া ঢুকাতে গিয়ে চাকা ব্লাস্ট, মীরসরাইয়ে শ্রমিক নিহত

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর, ২০২২ at ২:১৭ অপরাহ্ণ

মীরসরাইয়ে গাড়ির চাকা ব্লাস্ট হয়ে খান সাহেব (২৬) নামে ফারদিন গ্রুপের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার সোনাপাহাড় এলাকার ইস্পাত শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খান সাহেব উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের খিল মুরালী গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানায়, গ্যাস সিলিন্ডারের গাড়ির চাকায় হাওয়া ঢুকানোর সময় চাকা ব্লাস্ট হয়। এ সময়ে চাকার ভেতর থেকে লোহার একটি অংশ শ্রমিক খান সাহেবের মাথায় আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়ের হোসেন বলেন, ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পরিবার থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ৭ দফা দাবি আদায়ে চলছে ৩২ ঘণ্টার হরতাল
পরবর্তী নিবন্ধসিআইইউ-পিটুপি সমঝোতা স্মারক স্বাক্ষর