আওয়ামী লীগ নেতাকে গাছে বেঁধে মারধরের ঘটনায় পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ১১ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে চট্টগ্রাম জেলা প্রশাসক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করলে এই পদক্ষেপ গ্রহণ করা হয়। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাইদগাঁও ইউপি চেয়ারম্যান বিএম জসিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর একটি চিঠি গতকাল হাতে পেয়েছি।
উল্লেখ্য যে, হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের একটি ইফতার মাহফিলে আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছে বেঁধে মারধর করা হয়। এ ঘটনায় থানায় জিতেন কান্তি গুহের ছোট ভাই বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় চেয়ারম্যান জসিম ৪ মাস ৮ দিন কারাভোগের পর গত বৃহস্পতিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।