হলি হেলথ হাসপাতালের কর্মচারীদের বিক্ষোভ

পূর্ব ঘোষণা ছাড়া বন্ধ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৭:০৮ পূর্বাহ্ণ

বেতন-ভাতা না দিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই বেসরকারি একটি হাসপাতাল বন্ধ করে দেয়ার অভিযোগ করেছেন হাসপাতালটির কর্মচারীরা। এ ঘটনায় বকেয়া বেতন-ভাতার দাবিতে হলি হেলথ নামের বেসরকারি ওই হাসপাতালের সামনে কর্মচারীরা গতকাল শুক্রবার মানববন্ধন করেছেন। হাসপাতালটির অবস্থান পাঁচলাইশ আবাসিক এলাকায়।
কর্মচারীদের অভিযোগ, কোরবানির ঈদের বন্ধে মুসলিম কর্মচারীদের ছুটি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে অমুসলিম কর্মচারীরা হাসপাতালে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কোনো ঘোষণা না দিয়ে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ছাড়পত্র দেওয়া হয় এবং কর্মরত কর্মচারীদের বের করে দিয়ে হাসপাতাল বন্ধ করে দেয়া হয়। এতে হাসপাতালে কর্মরত অর্ধশত কর্মচারীর গত জুন মাসের বেতন আটকে যায়। ঈদ বোনাসও দেয়া হয়নি বলে অভিযোগ কর্মচারীদের।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে অজগর উদ্ধার
পরবর্তী নিবন্ধআবু ছিদ্দিক সওদাগর