হজ এজেন্সির স্বার্থবিরোধী কোনো আইন হবে না

মতবিনিময় সভায় হাব সভাপতি

| সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

হজ এজেন্সির প্রাপ্য সুবিধা নিশ্চিত করেই সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সম্ভব। সরকার হজ ও ওমরাহ এজেন্সির স্বার্থবিরোধী কোনো আইন প্রণয়ন করবে না। গত শনিবার চট্টগ্রামের প্যানিনসুলা হোটেলে হাব চট্টগ্রাম জোনের উদ্যোগে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, খসড়া হজ ও ওমরাহ আইন এবং কর্জে হাসানা সম্পর্কিত মতবিনিময় সভায় হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হাবের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। হাব চট্টগ্রাম জোন চেয়ারম্যান শাহ আলমের সভাপতিত্বে এবং হাব নেতা মাহমুদুল হক পেয়ারুর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, হাব মহাসচিব ফারুক আহমদ সরদার, আটাব মহাসচিব মাজহারুল হক ভূঁইয়া, আটাব চট্টগ্রাম জোন চেয়ারম্যান আবুল কাশেম, আজহারুল ইসলাম চৌধুরী, মোর্শেদ আলম চৌধুরী, শরিয়াত উল্লাহ শহীদ ও আবু তাহের। হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় হজ ব্যবস্থাপনায় ব্যাপক উন্নতি লাভ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজকের প্রজন্মের আহ্বায়ক কমিটির সভা
পরবর্তী নিবন্ধসানোয়ারা ইসলাম ট্রাস্টের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু