সড়ক-মহাসড়ক রক্ষণাবেক্ষণ সহজ হবে

ড. মইনুল ইসলাম

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

বন্দরের তহবিল থেকে ১ শতাংশ সিটি কর্পোরেশনকে দেওয়া হলে চট্টগ্রামের উন্নয়নে গতিসঞ্চার হবে বলে মনে করেন অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম চৌধুরী। গতকাল রাতে তিনি দৈনিক আজাদীকে বলেন, প্রয়াত সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ১৯৯৩ সালে এই দাবি তুলেছিলেন। অনেক আন্দোলন করেছিলেন তিনি। তখন সরকার রাজি হয়নি। এখন রাজি হওয়াতে দীর্ঘদিন পর তাঁর এই দাবি পূরণ হচ্ছে। এটি চট্টগ্রামের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হবে।
তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দরের পণ্য আনা নেওয়ার জন্য শত শত ট্রাক, লরি, প্রাইমমুভার, ট্রেইলার নগরীর সড়কগুলো ব্যবহার করছে। এতে সড়কের আয়ুষ্কাল কমে যাচ্ছে। সড়ক-মহাসড়কগুলোর রক্ষণাবেক্ষণ খুব দরকার। নতুন এই আইনের ফলে যে অর্থ পাওয়া যাবে তাতে সংস্কার ও রক্ষণাবেক্ষণ সহজ হবে। চট্টগ্রামের উন্নয়নে গতিসঞ্চার হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামবাসীর জন্য এক বিরাট অর্জন
পরবর্তী নিবন্ধনগরীর উন্নয়নের গতি আরো বেগবান হবে