সড়ক নিরাপত্তায় কার্যক্রম শুরু করেছে চসিক

| শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৫:৪২ পূর্বাহ্ণ

নগরীতে সড়ক নিরাপত্তায় কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনে অস্থায়ী মেয়র দপ্তরে ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। সড়ক নিরাপদ করতে এই কর্মসূচিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পাশে আছে ব্লুমবার্গ ফিলানথ্রোপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিগ-আরএস)। ২০২৫ সাল পর্যন্ত সংস্থা দুটির কার্যক্রম চলমান থাকবে। সারাবিশ্বে সড়ক সংঘর্ষে অন্যতম প্রধান কারণ অতি গতিবেগ। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে এই কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এই কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে নগরীতে সড়ক সংঘর্ষ ও মৃত্যু কমিয়ে আনা।
উদ্বোধনকালে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, সড়ক নিরাপত্তার বিষয়টি নগরীর জন্য একটি অগ্রাধিকার বিষয়। সড়কে সংঘর্ষ এড়াতে গতিবেগ নিয়ন্ত্রণের পাশাপাশি সড়ক ব্যবহারকারী তথা পথচারী ও বিশেষত সব ধরনের যানবাহনের চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা জরুরি। তিনি বলেন, এই সহযোগিতা কার্যক্রমের লক্ষ্য হলো, ট্রাফিক আইন প্রয়োগ জোরদার করা, সড়কের নকশা উন্নত করা, নিরাপদ অবকাঠামো নির্মাণ, সড়কে হতাহতের ঘটনার নজরদারি ব্যবস্থা করা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিগ-আরএস কার্যক্রমের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, ব্লুমবার্গ ফিলানথ্রোপিস-এর প্রতিনিধি রেবেকা বেভিঞ্জার, চসিক ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী শাহীনুল ইসলাম চৌধুরী, অন্যান্য আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সিএমপি, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল চবি শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধবিক্রির জন্য দুই শিশু চুরির মামলায় নারীর যাবজ্জীবন