সড়ক দুর্ঘটনা নিরসনে সুষ্ঠু পদক্ষেপ চাই

| শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বর্তমানে সড়ক দুর্ঘটনা আমাদের জীবনে একটি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। খবরের কাগজে কিংবা টেলিভিশনের পর্দায় প্রায়ই চোখে পড়ে সড়ক দুর্ঘটনার মর্মান্তিক খবর। দিন দিন এর মাত্রা বেড়েই চলেছে। মৃত্যুর মিছিল কোনোরকমেই থামছে না। সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ হলো বিভিন্ন স্কুলকলেজবিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী, গত বছরে ১ হাজার ২৩৭ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এই সড়ক দুর্ঘটনায়। প্রতিদিন অন্তত ৩ জন শিক্ষার্থী মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে। সড়ক দুর্ঘটনা এখন অনেকটাই জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। এর অতিসত্বর প্রতিকার জরুরি। আমরা চাই সড়ক দুর্ঘটনায় আর একটি প্রাণ ও ঝরে না পড়ুক। প্রতিটি মানুষের প্রাণ মহামূল্যবান। সুতরাং, সড়ক দুর্ঘটনার পেছনে কী কী কারণ দায়ী তা চিহ্নিত করে তার দ্রুত প্রতিকার এখন সময়ের দাবী। দুর্ঘটনা নিরসনে উপযোগী রাস্তা নির্মাণের পাশাপাশি নিয়মিত সংস্কার অত্যন্ত জরুরি। সড়ক দুর্ঘটনা অবসানে কঠোর আইন প্রয়োগ করতে হবে এবং আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনতে হবে। এই ব্যাপারে কর্তৃপক্ষের সুষ্ঠু পদক্ষেপ আশা করছি। এবং একই সাথে আমাদের ও সচেতন হওয়া জরুরি।

তিলক বড়ুয়া

শিক্ষার্থী,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধজর্দানো বরুনো : স্মৃতিবর্ধন পদ্ধতির প্রবর্তক শহীদ বিজ্ঞানী
পরবর্তী নিবন্ধস্মার্টফোন ও আমাদের প্রজন্ম