সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তির পাশে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ

| শনিবার , ৫ আগস্ট, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রাত্রি দত্ত। দুর্ঘটনায় তার দুই পা পিষ্ট হয়ে যায়। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তার একটি পা কেটে ফেলা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তার অন্য পায়ের উন্নত চিকিৎসার জন্য তাকে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খাওয়ায় রাত্রি দত্তের পরিবারকে সহযোগিতার হাত প্রসারিত করে তার পাশে দাঁড়ায় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ। চিকিৎসা ব্যয়বাবদ ১০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। সংগঠনের পক্ষে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয় রাত্রি দত্তের পরিবারের নিকট।

এ সময় উপস্থিত ছিলেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ রাঙ্গুনিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল দত্ত। সার্বিকভাবে সহযোগিতা করেছেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ, স্বামী কৃপারুপানন্দ মহারাজ, স্বামী ভবানন্দ মহারাজ এবং তুষার কান্তি দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকিংবদন্তি সমাজমানস বাদশা মিয়া চৌধুরী স্মরণে
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলমের স্মরণসভা ও দোয়া মাহফিল