সড়কে গাছ ফেলে ডাকাতি, হাত-পা বেঁধে চারজনকে ৩ ঘণ্টা জিম্মি

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুটি মোটর সাইকেলের গতিরোধ করে চারজনকে হাত-পা বেঁধে বেড়ধক পেটানো হয়। তাদের কাছে থাকা সবকিছু কেড়ে নেয় ডাকাতরা। পরে তাদের গহীন পাহাড়ের জঙ্গলে নিয়ে প্রায় তিন ঘণ্টা জিম্মি করে রাখে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। সশস্ত্র ডাকাতেরা লুট করে নেয় মোটর সাইকেল দুটিও। গত বুধবার দিবাগত রাত সোয়া এগারটার দিকে চিরিঙ্গা-কাকারা-মানিকপুর সড়কের মানিকপুরের কাছেই পাহাড়ি নির্জন ঢালায় সশস্ত্র এই ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পায়। ডাকাতের কবলে পড়া ভুক্তভোগীরা হচ্ছেন সুরাজপুরের ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান সুমন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, পল্লী চিকিৎসক হুমায়ুন কবির ও স্থানীয় আরাফাত। তারা জানান, ৭-৮ জনের সশস্ত্র ডাকাতদল সড়কের নির্জন স্থানে অবস্থান নিয়ে এই ডাকাতি সংঘটিত করেছে। এ সময় নুরুল আমিন ও
পল্লী চিকিৎসক হুমায়ুনের কাছ থেকে চাবি কেড়ে নিয়ে মোটর সাইকেল দুটি নিয়ে পালিয়ে যায় দুইজন ডাকাত। একই সময়ে অন্য ডাকাত সদস্যরা তাদের কাছ থেকে চারটি অ্যানড্রয়েড মোবাইল, নগদ টাকা, হাতঘড়ি কেড়ে নেয়। এর পর তাদেরকে রশি দিয়ে হাত-পা বেঁধে পাহাড়ের ভেতর নিয়ে জিম্মি করে রাখে। একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের ভেতর ঢুকে পড়ে সশস্ত্র ডাকাতদলের সদস্যরা।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘ওই সড়কে পুলিশের নিয়মিত টহল জোরদার থাকে। যদি এই ধরণের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে ভুক্তভোগীর কাছ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

পূর্ববর্তী নিবন্ধস্বামীর মৃত্যুদণ্ড, স্ত্রীর যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধএক সপ্তাহ পর জেলেরা ফের সাগরে