স্মৃতির পাতায় অম্লান সময়গুলো খুঁজে ফেরা। মিস করি সেদিনগুলো এবং সাথে অনেককে। হৃদয় বিশেষজ্ঞ ডাক্তার বন্ধু অপুর ডাকে সাড়া দিয়ে পুলিশ ইন্সপেক্টর প্রাণের সুহৃদ প্রশান্ত, ছোট ভাই আপনজন এডভোকেট সৌরভ আর আমি অভাজনসহ কেমন করে জানি মিলিত হয়ে গেলাম প্রবর্ত্তক মোড়ে। অতঃপর ইম্পালায় বসে হৃদ বিশেষজ্ঞের হৃদরোগকে তোড়াই কেয়ার করা খাবার অভ্যর্থনায় স্মৃতির ঝাঁপি খুলে ধরা অতীতের রোমন্থন, নিমগ্ন কিছু সময়। মুগ্ধ হয়ে শোনা অপুর কৌতুক মিশ্রিত কথোপকথনে মাঝে মাঝে প্রশান্তের টিপন্নী ছড়িয়ে দিচ্ছিল মুগ্ধতা।
গালগল্প আর খাওয়াতে চলছে বেশ কিছুক্ষণ সৌরভ যে সবসময়ই বেশি বলার কথা সে আজ মুগ্ধ শ্রোতা। চার ভিন্ন মেরুর মানুষের কেমন একট্টা। এ করতে করতে নেমে আসার মুহূর্তে হৃদয় বিদের হৃদয়ে হঠাৎ স্মৃতি বন্দী হওয়ার দ্যোতনায় ক্যামেরায় ক্লিক। মনে হয় এ বন্ধুত্ব এই ভালোবাসা। চির জাগরুক থাকুক এ ভালোবাসার দীপ্তি। এক সময় এ চত্বর ঘিরে নিষ্পাপ ভালোবাসায় কাটানো অনেক বন্ধুদের মিস করি। সব বন্ধুদের জন্য নিরন্তর ভালোবাসা আর শুভকামনা। সবাই খুব ভালো থাকিস। এক বার নয় বার বার সবাইকে নিয়ে তুমুল সময় কাটাতে পারি এ প্রার্থনা করি।