তোমার ফুলবাগানের ফুলগুলি আজ
ডাকছে করুণ সুরে
নজরুল আছো মন মননে
মনের গহীন পুরে।
স্মৃতিময় তুমি, গীতিময় তুমি
প্রীতিময় তুমি প্রিয়
আমার লাগি একটি গোলাপ
তুলে তুমি রেখে দিও।
পাপিয়ার সুরে পিউ কাহা বলে
আমিও তোমায় ডাকি।
তোমার গজল তোমার গানের
সুরের ধারায় থাকি।
চেতনায় আছো, সংগ্রামে আছো
ওগো প্রিয় কবি নজরুল
তোমার তরেই আজ গেঁথে যাই
হৃদয় শিউলি বকুল।