বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মহানগর ছাত্রলীগের উদ্যোগে দারুল ফজল মার্কেটে সংগঠনের কার্যালয়ে সকালে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু এবং সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। এরপর নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আওতাধীন সকল কলেজ, থানা এবং ওয়ার্ড ছাত্রলীগকে নিজ নিজ ইউনিটে প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের নির্দেশ দেয়া হয়।
আলোচনা সভায় নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে স্মার্ট বাংলাদেশের ধারণা খুবই যুগোপযোগী। দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগ সবসময় সচেষ্ট থাকবে। সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান, আমাদের লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ নির্মাণ করা। দেশ গঠনে যেকোনো শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রলীগ সবসময় রাজপথে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি তালেব আলী, নাইম রনি, একরামুল হক রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বর্মন, সাংগঠনিক সম্পাদক সম্পাদক খোরশেদ আলম মানিক, খোরশেদ আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য হাসানুল আলম সবুজ, আবু তারেক রনি, হাসান শাহরিয়ার, শফিকুল ইসলাম পারভেজ, মোহাম্মদ বিন ফয়সাল, এম এ হালিম শিকদার মিতু, আব্দুল আল আহাদ, নুরুল ইসলাম সুমন প্রমুখ।
দক্ষিণ জেলা ছাত্রলীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হয়। সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের সভাপতি এস এম বোরহান উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের সঞ্চালনায় আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠান সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এস এম বোরহান উদ্দিন, সহ সভাপতি রুহুল আমিন, কে এম পারভেজ, ইয়াছিন চৌধুরী জনি, আবদুস সত্তার, গিয়াসদ্দীন আরিফ, নঈম উদ্দিন মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মানিক, তসলিম উল্লাহ চৌধুরী, সম্পাদকমণ্ডলীয় সদস্য রাশেদুল ইসলাম, উত্তম বিশ্বাস, উপ-সম্পাদক মো. দিদারুল আলম রিপন প্রমুখ।