স্মার্ট দেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে

কর্মশালায় ফাইজুর রহমান

| বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টম কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান বলেছেন, দেশকে স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট সিটিজেন লাগবে। দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার প্রধান হাতিয়ার হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্যে ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিয়েছেন সমৃদ্ধি। আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়া। এ লক্ষ্য অর্জনে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল বুধবার বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগর সম্মেলন কক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিসিএসআইআর’র চেয়ারম্যান প্রফেসর ড. আফতাব আলী শেখের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম বুনিয়াদ হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট। কর্মকর্তাদেরকে এই ধারণার সঙ্গে পরিচিত হয়ে নিজেকে সেভাবে গড়ে তুলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। কর্মশালায় ২৫ টি শিল্প প্রতিষ্ঠানের ৬৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।স্বাগত বক্তব্য রাখেন বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক ড. মোহাম্মদ মোস্তফা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআরএর সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. জুয়েল দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেখল ইউপির ৯ নং ওয়ার্ডের উপনির্বাচন আজ
পরবর্তী নিবন্ধকক্সবাজার ইন্টারন্যাশনাল ভার্সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী