সব ছেড়েছুড়ে স্বেচ্ছায় নির্বাসনে যাবো
ভালো লাগে না স্বপ্নহীন, আশাহীন
এই নির্বাক জীবনযাপন।
কোথাও নিখাদ ভালোবাসা নেই
কেউ নেই বিশ্বাসের হাত বাড়িয়ে দেবার
কোথাও ভালোবাসার মানুষ নেই!
বিবেকে পচনধরা মানুষের প্রভাবে
কলুষিত আজ সমাজ –
অক্ষম, অসহায়ের আর্তনাদে ভারাক্রান্ত মহী।
এসব অনাচার আর সহ্য হয় না
মানুষ আর মানুষ নেই
কোথাও নির্মল আলো দেখি না;
তাই সব ছেড়েছুড়ে স্বেচ্ছায় নির্বাসনে যাবো
এই পচনশীল আত্মার জীবগুলোর সংস্পর্শ থেকে
অনেক দূরে… জনমানবহীন কোনো প্রান্তরে।