স্বাস্থ্যবিধি মেনে চলুন মাস্ক পরুন, অকারণে বাইরে নয়

ডা. সুশান্ত বড়ুয়া

| সোমবার , ১২ এপ্রিল, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

চসিক করোনা আইসোলেশন সেন্টারের সাবেক পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুশান্ত বড়ুয়া বলেন, যুক্তরাজ্য ও সাউথ আফ্রিকা থেকে করোনার নতুন যে ধরন ধরা পড়েছে তা খুব দ্রুত ছড়ায়। তবে এতে জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। শনাক্তের হার এবং পরিমাণ বাড়লেও মৃত্যুর হার ২ শতাংশের নিচে। এই মুহূর্তে আতংকিত না হয়ে জনসচেতনতা বা স্বাস্থ্যবিধি মানাটাই হলো টিকা। আমাদের টিকা হলো স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, অকারণে ঘর থেকে বের না হওয়া।
শনাক্তের পরিমাণ বাড়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো দেশে দেখা যায়, মহামারির প্রথম ধাক্কার চেয়ে দ্বিতীয় ধাক্কা অনেক বেশি শক্তিশালী এবং প্রবল থাকে। আক্রান্তের হার বেশি থাকে এবং মৃত্যুর হারও বেশি থাকে। যেকোনো মহামারিতে এটা স্বাভাবিক। এখন দ্বিতীয় ঢেউ চলছে। এজন্য আতকিংত হওয়ার কিছু নেই। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এজন্য জনগণকে সচেতন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধটিকার দ্বিতীয় ডোজের পর সংক্রমণ ও মৃত্যু কমবে
পরবর্তী নিবন্ধসময়ক্ষেপণ নয়, উপসর্গ দেখা দিলেই পরীক্ষা