স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা চেষ্টা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

নিজের শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে, এমন অভিযোগে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নুরজাহান আক্তার কলি নামের এক নারী। গতকাল সোমবার মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে তিনি স্বামী আরাফাতুল ইসলাম মোরশেদের বিরুদ্ধে এ মামলা করেন। বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়েছেন এবং খুলশী থানাকে দ্রুততম সময়ে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। আইনজীবী বলেন, ঘরের এক কক্ষে স্ত্রীকে তালাবন্দী করে রেখে অপর একটি ঘরে নিজের দুই মাস বয়সী শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়। এ হত্যা চেষ্টায় আরাফাতের বাড়ির লোকজন সহায়তা করেন। যার কারণে মামলায় আরাফাতের মা, বাবা, ভাই এবং এক খালাকেও আসামি করা হয়। বালিশ চাপা দিয়ে নিজের শিশু সন্তানকে হত্যা চেষ্টার বর্ণনার পাশাপাশি মামলায় আরজিতে আরও বলা হয়, নুরজাহান আক্তার কলি একজন দরিদ্র পরিবারের মেয়ে। তার বাবা-মা নেই। এরমধ্যে নুুগরীর লালখান বাজার এলাকার আরাফাতের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই কলিকে যৌতুক চেয়ে নির্যাতন করা হয়। গর্ভে সন্তান আসলে সন্তান নষ্ট করে ফেলার উদ্যোগও নেয়া হয়। রাজী না হওয়ায় তার উপর বেড়ে যায় নির্যাতনের মাত্রা। ৯৯৯-এ ফোন করে সে যাত্রায় বেচে যান। এক পর্যায়ে সন্তানের জন্মও হয়। কিন্তু থামেনি আরাফাতের নির্যাতন। দিন-রাত যৌতুকসহ নানা রকম দাবি তুলে কলিকে নির্যাতন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধউত্তর চট্টগ্রামে ৮২০টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা
পরবর্তী নিবন্ধসাতকানিয়া ও চন্দনাইশে দুই শিশুর মৃত্যু