উত্তর চট্টগ্রামে ৮২০টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা

উত্তর জেলা পূজা পরিষদের সংবাদ সম্মেলন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

উত্তর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের অধীনে এবার ৮২০টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সভাপতি সভাপতি নটু কুমার ঘোষ। লিখিত বক্তব্যে তিনি বলেন, এ বছর মীরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান ও রাঙ্গুনিয়া এই ৭টি উপজেলা এবং ভুজপুর ও জোরারগঞ্জ থানাসহ মোট ৮২০টি পূজামণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করা হবে। এ সময় সংগঠনের পক্ষ থেকে ১০ দফা দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলা পূজা পরিষদের সাবেক সভাপতি পরিতোষ কান্তি পাল, সহ-সভাপতি গণপতি ভৌমিক, সমীর চন্দ্র পাল, মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি প্রদীপ শীল, উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার সাহা, রূপক কান্তি দেব, লিপটন দেবনাথ লিপু, দক্ষিণ জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব, উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক পার্থ নন্দী, সাংগঠনিক সম্পাদক অঞ্জন দে, সুমন কুমার দে, হাটহাজারী উপজেলা পূজা পরিষদের সভাপতি অ্যাড. সুমন আচার্য্য, সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী, যুগ্ম সম্পাদক অরুণ চৌধুরী, আশীষ চক্রবর্তী, লিংকন দেবনাথ, অজিত দে, বাবু দে, ইমন চৌধুরী, অনিমেষ দত্ত অমিত, জগৎ সেন।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইনে কেনাকাটা ও লোভনীয় ফাঁদ : সাবধানতা জরুরি
পরবর্তী নিবন্ধস্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা