স্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ অক্টোবর, ২০২১ at ৫:১৪ পূর্বাহ্ণ

যৌতুক দাবির অভিযোগে জুয়েল দাশ নামের এক যুবকের দায়ের করা মামলায় তার স্ত্রী তুলি দাশের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রামের মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় এ অভিযোগ গঠন করেন। বাদীর আইনজীবী সুভাশীষ শর্মা আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার শুরু ২০১৯ সালের ১৫ আগষ্ট। ভাইয়ের লেখাপড়ার প্রয়োজনের কথা বলে আমার মক্কেল থেকে ৫০ হাজার টাকা দাবি করে আসামি তুলি দাশ। সাড়া না দিলে ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করতে থাকে দিনের পর দিন।
একপর্যায়ে মান সম্মানের কথা চিন্তা করে ৩০ হাজার টাকা দেয়া হয়। একপর্যায়ে তিনি বাপের বাড়ি চলে যায়। হঠাৎ ২০ অক্টোবর আমার মক্কেলের কর্ণফুলীর বাসায় গিয়ে হাজির হয় তুলি দাশের মা ও ভাই। তারা যৌতুক হিসেবে ৫ লাখ টাকা ব্যাংকে ফিঙড ডিপোজিট করে দেয়ার দাবি জানান। সাথে জমি জমা ও স্থাবর সম্পত্তি লিখে দিতে বলেন। অন্যথায় অপ্রীতিকর ঘটনা ঘটাবে এবং মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেন। পাশাপাশি বিয়ে বিচ্ছেদেরও হুমকি দেন। এরই ধারাবাহিকতায় একই বছরের ২৭ অক্টোবর আমার মক্কেলের বাসা থেকে ৬০ হাজার টাকা, স্বর্ণালংকার ও দামি জিনিসপত্রসহ মোট সাড়ে ৩ লাখ টাকা নিয়ে যান তুলি দাশ। তিনি বলেন, এ ঘটনায় ওই বছরের ১৯ ডিসেম্বর আমার মক্কেল তুলি দাশ, তাঁর মা ও ভাইকে আসামি করে আদালতে একটি অভিযোগ করেন। আদালত মা ও ভাইকে বাদ দিয়ে তুলি দাশের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে কর্ণফুলী থানাকে তদন্তের নির্দেশ দেন। করোনা শুরুর দিকে তদন্ত কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। উল্লেখ্য, তুলি দাশ ও জুয়েল দাশ দুইজনের বাড়িই রাউজান উপজেলায়।

পূর্ববর্তী নিবন্ধনকশা অনুমোদন বিষয়ে সিডিএর কাছে ব্যাখ্যা তলব
পরবর্তী নিবন্ধলোডশেডিং ভোগান্তিতে সাড়ে তিন লাখ গ্রাহক