স্বাধীনতা তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা।
স্বাধীনতা তুমি চৈতী আকাশের প্রদীপ্ত সবিতা।
স্বাধীনতা তুমি এগার সিন্ধুর তীক্ষ্ণ অসি দুর্জয়।
স্বাধীনতা তুমি বঙ্গবীরের কাছে জালিমের পরাজয়।
স্বাধীনতা তুমি সবুজঘেরা কুঠিরে কৃষাণ বধূর স্বপন।
স্বাধীনতা তুমি কৃষক যুবার বুকে আশার বীজ বপন।
স্বাধীনতা তুমি সূর্য সেন বীর তিতুর আত্মদান।
স্বাধীনতা তুমি হাজার নিশার পরে নূতন আলোর ফরমান।
স্বাধীনতা তুমি লাখে জনতার মাঝে মুক্তির আহবান।
স্বাধীনতা তুমি ত্রিশ লক্ষ শহীদের হাসিমুখে বলিদান।
স্বাধীনতা তুমি হাজার বছরের রঙিন স্বপন দেখা।
স্বাধীনতা তুমি বীর সন্তানের কন্ঠে বিজয় ললান্তিকা।
স্বাধীনতা তুমি সন্ধা আকাশে উড়ন্ত হংস বলাকা।
স্বাধীনতা তুমি শিল্পীর হাতে শুভ্র সকাল আকা।
স্বাধীনতা তুমি বসন্তের আগমনে কোকিলের কুহুতাল।
স্বাধীনতা তুমি শিমুল পারুল বৃক্ষে সুন্দরের জয়গান।
স্বাধীনতা তুমি মোয়াজ্জীনের কন্ঠ ধ্বনিতে জাগ্রত কওম
শুন, আসসালাতো খায়ারুম মিনন নউম।