স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে

আলতাফ হোসেন হৃদয় খান | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৬:৫৯ পূর্বাহ্ণ

রক্তক্ষয়ী ৯ মাস যুদ্ধের পর আমাদের দেশ স্বাধীন লাল সবুজের পতাকা পেল। এই যুদ্ধে নানাজন নানা ভাবে অংশগ্রহণ করেছে; কেউ রক্তের বিনিময়ে, কেউবা বুদ্ধিমত্তা শক্তি দিয়ে এই যুদ্ধ মোকাবেলা করেছে বাংলার বীর সেনানীরা। বাংলার মানুষদের যখন পাকিস্তানি পাক-হানাদার বাহিনী নরপশুরা নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালায় ঠিক তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালি নারী, পুরুষ আমজনতা। মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের বিনিময়ে পেয়েছি লাল সবুজের পতাকা, পেয়েছি স্বাধীন দেশ। কিন্তু কি চেয়েছিল মুক্তিযুদ্ধারা? দেশ প্রেমে যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাঁদের ছিল নৈতিক মূল্যবোধের চর্চা। আজ আমাদের কাছে নৈতিক মূল্যবোধের চর্চা না থাকার ফলে সমাজে লৌমহর্ষক ঘটনার চিত্র বেড়েই চলছে। আমাদের কাছে যদি দেশ প্রেম থাকত; তাহলে দেশে টাকার অভাবে অপারেশন করতে না পারায় রোগী মারা যেত না! ঘুষ, দুর্নীতি দমন হত, দেশের রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশে কালো টাকার পাহাড় গড়ত না। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে নৈতিক মূল্যবোধের চর্চা করলেই এই দেশটা আসলেই এসব অরাজকতা থেকে প্রকৃত অর্থে স্বাধীন হবে এবং শহীদ মুক্তিযুদ্ধাদের আত্মাও শান্তি পাবে। তাই চলুন আমরা নীতি বিবর্জিত কাজগুলো পরিহার করে, আগামী প্রজন্মকে সুস্থ-সুন্দর স্বাধীন দেশ উপহার দিই এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণের সুবাস ছড়িয়ে দিই বীর মুক্তিযোদ্ধাদের মাঝে।
লেখক: শিক্ষার্থী

পূর্ববর্তী নিবন্ধআমরা তোমাদের ভুলবো না
পরবর্তী নিবন্ধপঞ্চাশের স্বাধীনতা