পঞ্চাশের স্বাধীনতা

নুসরাত জাহান শাম্মী | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৬:৫৯ পূর্বাহ্ণ

ডিসেম্বরের সকালগুলো
ভোরের কুয়াশায় সঙ্গী রোদের আলো
পঞ্চশ বছর পরও ডিসেম্বরের দিন
ভেজা শিশিরের পথে আশা, নিরাশার সুদিন।

ষোলই ডিসেম্বর যেনো কবিতার পাঠক
বাঙালির রক্ত দিয়ে কেনা, পৃথিবীর বু্‌ক
যার আছে জনতা,আছে শেখ মুজিব, আছে ভাঙা হৃদয়
যার ছিলোনা কোন দামী খাবার, দামী জামা।
যার ছিলো শুধু জনগণের ত্যাগ ও ভালোবাসা।

উনিশো একাত্তর, দিনটি ছিলো ষোল ডিসেম্বর
দুহাজার একুশ, দিনটি হলো ষোল ডিসেম্বর।
দিনগুলো বদলেছে,মানুষগুলো চলে গেছে।
পঞ্চাশের স্বাধীনতায় আমরা পেয়েছি নিজের দেশ
বলেছি শত শত বার, স্বাধীনতা, আমাদের স্বাধীনতা।

পঞ্চাশের বাংলাদেশ সুন্দর, সংঘাতহীন যেনো হয়।
দেখবো নয়নভরে রাখবো যতন করে।
কোটি পঞ্চাশেও তুমি আমারই দেশ প্রিয় বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে
পরবর্তী নিবন্ধবিজয় দিবস