স্বাধীনতার ময়ূরপঙ্খী

দিপংকর দাশ | বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

সাত সাগরের ওপার হতে

ঊর্মিমালায় ভেসে

স্বাধীনতার ময়ূরপঙ্খী

ভিড়লো তটে এসে।

বুক ফাটা গান ত্যাগে অম্লান

কষ্টার্জিত আলো

মশাল হয়ে সবার হৃদে

স্বাধীনতা জ্বালো।

ভোরের পাখির গুনগুনানি

পুষ্পে অলির নাচন

স্বাধীনতার পরশমণির

ছোঁয়ায় আবার বাঁচন।

বাঙ্গালি তো এ মার্চ মাসেই

বীরের মতো জাগে

হয় কষ্ট ম্লান, নব উত্থান

নব অনুরাগে।

পূর্ববর্তী নিবন্ধলাল সবুজের পতাকা
পরবর্তী নিবন্ধমার্চ এলে