আকাশে বাতাসে একটি সংখ্যা উড়ছে
পতাকার পতপত শব্দে,পঞ্চাশ !
কান পেতে থাকি এ কিসের উল্লাস !
দোয়েলটি নেচে নেচে বলে গেলো,স্বাধীনতা স্বাধীনতা —–
আমাদের জাতীয় স্বীকৃতির আয়ুষ্কাল আজ অর্ধশতবর্ষ
শৃঙ্খলমুক্ত হবার ইতিহাসের পঞ্চাশ !
হে স্বাধীনতা-
তোমার এই অর্ধশতবর্ষেও চাওয়া পাওয়া বর্ধিত হলো না
গ্রথিত হলো না ঐক্য
তোমাকে দেওয়া কথারা আজ শুধু ধ্বনি হয়ে উড়ছে
আকাশে বাতাসে-
আমাদের অভিজ্ঞতাগুলো খুব বেশি ঠুনকো,যে
শ্রেফ কাচের মতো,সামান্য আঘাতেই ভেঙে যায় !
আমরা প্রজ্ঞা ভুলে গিয়েছি,ভুলে যাই বার বার !
কারা যেন আড়ষ্ট করে দেয় জিহ্বা !
অস্পষ্টতার ভিড়ে যে স্বপ্নগুলো ঘুমিয়ে পড়েছে
তুমি তাদের জাগ্রত করো বাস্তব,সুন্দরে
তৃপ্ত করো সেই মহান নেতার আত্মা
যিনি ডাক দিয়েছিলেন ঐক্য ও সংগ্রামের-
দোয়েলটির মতো আমরাও নাচছি পঞ্চাশ বছর ধরে
এ নাচের ভেতর তাল কেটেছে বহুবার
বেতাল নাচে অঙ্গ হতে একটি একটি করে
ঘুঙুর খসে পড়েছে বাংলার মাটিতে
পঞ্চাশের শপথ নিয়ে বলছি,তা কুড়িয়ে পাবো ফের !
হে স্বাধীনতা –
যে শ্রমে তুমি এসেছো এই বাংলায়
আমাদের সে শ্রম প্রযুক্ত করো এই মানচিত্রে
যা পেয়েছি তা গ্রথিত হোক যা পাইনি তাও যুক্ত হোক