চাঁপা ঠোঁটের গল্প লিখে
বুকের ভাঁজে দীর্ঘশ্বাস,
পাথর খোঁদাই দিনলিপিকায়
লিখা আছে ইতিহাস?
অনন্ত ভুল অনন্ত মন,
জীবন ক্ষণচর তোমার,
বেঁচে থাকার ঘাট অঘাটে
বাস্তবতা বেশুমার।
বাঁধে নীড় নয়নে নিদ্
ক্রমান্বয়ে চক্রাকার,
চাতক মনে নিরঙ্কুশ দুখ
সুধ-আসলের সমাহার।
দূরের বাড়ি ঝাপসা চোখে
মনো শিলা পাললিক,
শিকড়হীনা মায়ার কাঞ্চন
ঠুকনো আবেগ সে অলিক।
দুচোখ জুড়ে জলের শ্রাবণ
ব্যথার আড়াল ছুঁইছুঁই
মনে পড়ে সুখের আগাল
কবে নাগাত পেলি তুই?
স্বপ্নঘোরে স্বপ্ন ভাঙ্গে
হৃদয় ভেঙ্গে অবসাদ,
স্বস্তিহীনে স্বস্তি হারায়
শঙ্কাময়ে কুপোকাত।