স্বর্ণ না পেলেও আর্চারি থেকে পেল তিন পদক

ইসলামিক সলিডারিটি গেমস

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:৩৬ পূর্বাহ্ণ

ইসলামিক সলিডারিটি গেমস থেকে পদক পাওয়ার সব আশা একে একে শেষ হয়ে যাচ্ছিল। শেষ ভরসা হয়ে ছিল আর্চারি। বিশেষ করে আর্চারির নারী কম্পাউন্ড ইভেন্ট থেকে স্বর্ণ প্রত্যাশা করেছিল বাংলাদেশ। যদিও এই ইভেন্ট থেকে একটি পদক পাওয়া নিশ্চিত ছিল। কারন এই ইভেন্টে প্রতিযোগী ছিল মাত্র দুই দেশের। তবে এই ইভেন্টে স্বাগতিক তুরস্কের মেয়েদের সাথে পেরে উঠেনি বাংলাদেশের মেয়েরা। গতকাল কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ । এছাড়া আর্চারিতে রিকার্ভ পুরুষ ও নারী দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। মোট তিনটি পদক জিতল বাংলাদেশ।
কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের শুরুতেই পথ হারালেন রোকসানা আক্তার, শ্যামলী রায়, পুস্পিতা জামানরা। পরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও সেটা আর সম্ভব হয়ে উঠেনি। স্বাগতিক তুরস্ক স্বর্ণ জয় করেছে। বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হলো রুপা নিয়েই। তুরস্কের কনিয়াতে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে একমাত্র আর্চারি ইভেন্ট থেকেই পদক পাচ্ছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় মেয়েদের কম্পাউন্ড দলগত ইভেন্টে তুরস্কের কাছে ২২৯-২২২ পয়েন্টে হেরে রুপা পেয়েছে বাংলাদেশ দল। প্রথম সেটে ৫৮-৫৬ ব্যবধানের হারে বাংলাদেশ দল। দ্বিতীয় সেটে মেয়েরা আরও মলিন । হেরে যায় ৫৮-৫৫ ব্যবধানে। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও ৫৮-৫৮ পয়েন্টের ড্র করে বাংলাদেশ। চতুর্থ সেটের ৫৫-৫৩ পয়েন্টের হারে সেই আশাটুকু শেষ হয়ে যায়। আরচারিতে বাংলাদেশ আরেকটি ব্রোঞ্জ পদক পেয়েছে ছেলেদের রিকার্ভ দলগত বিভাগে। এই বিভাগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৬-০ সেট পয়েন্টে হারিয়েছে সৌদি আরবকে। এছাড়া ব্রোঞ্জ এসেছে রিকার্ভ নারী দলগত বিভাগেও। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছে উজবেকিস্তানকে। আজ রয়েছে শুধু ব্যক্তিগত ইভেন্টের খেলা। বাংলাদেশের একমাত্র রোকসানা আক্তার কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জের জন্য খেলবেন। ব্যক্তিগত এককে বাংলাদেশের কোনো আর্চার আর পদকের জন্য লড়তে পারছে না।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ দশে মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধকালকের মধ্যেই ঢাকায় পৌছবে কোচিং স্টাফরা