কালকের মধ্যেই ঢাকায় পৌছবে কোচিং স্টাফরা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ করে দেশে ফেরার পর থেকেই মুলত বিশ্রামে রয়েছে বাংলাদেশ দলের ক্রিকটোররা । দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমই শুধু ব্যক্তিগত উদ্যোগে নিজেদের অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আগের তিন দিনের মত গতকালও শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে চলে আসেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। সঙ্গে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমও ছিলেন। তারা ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন বেশ ভালই। গতকাল সকাল ১০টার আগে থেকে ১২টা পর্যন্ত ব্যাটিং অনুশীলন করেন দুই সিনিয়র ক্রিকেটার। যেহেতু টিম প্র্যাকটিস নেই, তাই হাতে গোনা কজন ক্রিকেটার ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করেছেন।
আগামী দুই দিন পর শেরে বাংলা স্টেডিয়ামে পুরোদমে শুরু হবে অনুশীলন। কারন এশিয়া কাপ খেলতে যাওয়া দলের সব ক্রিকেটারকে একসঙ্গে পাওয়া যাবে। সে সাথে দলের কোচিং স্টাফদেরও। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে দুটি অনুশীলন ম্যাচ খেলবে সাকিবের দল। আগামী ২০ ও ২২ আগস্ট দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে ক্রিকেটাররা। তার পরদিন ২৩ আগস্ট রাতে আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করবে টিম বাংলাদেশ। ৩০ আগস্ট এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ টাইগারদের। এদিকে আজ থেকেই ঢাকায় এসে পৌঁছাবেন জাতীয় দলের কোচিং স্টাফরা। আজ রাতেই ঢাকায় পা রাখছেন ট্রেনার নিক লি। হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ আর কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন ঢাকা আসবেন আগামীকাল শুক্রবার । ব্যাটিং কোচ জেমি সিডন্স আগে থেকেই ঢাকা অবস্থান করছেন।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণ না পেলেও আর্চারি থেকে পেল তিন পদক
পরবর্তী নিবন্ধনাঈমকে ব্যাট-বল জার্সি কিনে দিলেন সাকিব