স্বপ্নযাত্রীর আয়োজন আকাশের ঠিকানায় চিঠি লিখো

| রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৯:৫৩ পূর্বাহ্ণ

চিঠি ব্যক্তির স্বতঃস্ফূর্ত হৃদয়াবেগ প্রকাশের একটি সুচারু মাধ্যম। আর এই মাধ্যমকে বাচিক শিল্পের প্রয়োগে মুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো স্বপ্নযাত্রীর চিঠি পাঠের আসর ‘আকাশের ঠিকানায় চিঠি লিখো পর্ব ২’। নগরীর নন্দনকানন ফুলকির মূল মিলনায়তনে হয়েছে নান্দনিক এই অনুষ্ঠান। প্রথম পর্বের প্রায় বছর পাঁচেক পর দ্বিতীয় পর্বটির আয়োজন করল এ সংগঠন। এবারের পর্বে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অংশ হিসেবে মহামারির বাস্তবতাকে বিষয় হিসেবে সাজানো হয়েছে।
অতিমারিতে দেশীয় শিক্ষাব্যবস্থা, দূরত্বকালীন সম্পর্কের আবেগানুভূতি, আমাদের স্বাধীনতা সংগ্রাম ও এর রূপকার, সামপ্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মানবিক জিজ্ঞাসা এবং করোনাকালীন সমাজবাস্তবতা- এ পাঁচটি শিরোনামই চিঠি পাঠের মূল পর্বের উপজীব্য ছিল। এ পাঁচটি শিরোনামকে কেন্দ্র করে স্বপ্নযাত্রীর সদস্য স্নিগ্ধা বড়ুয়া, সাআদ উদ্দিন মাহ্‌দী, রবিন দে, জীবন বড়ুয়া ও ইমতিয়াজ আহমেদ চিঠি পাঠ করেছেন। বৈচিত্র্যময় এসব চিঠির লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন গল্পকার বিচিত্রা সেন, কবি ভাগ্যধন বড়ুয়া, কবি স্বরূপ সুপান্থ ও কবি জয়ন্ত জিল্লু। এছাড়া বিশ্ব পত্রসাহিত্যের কালোত্তীর্ণ কিছু চিঠি পাঠ করেছেন আমন্ত্রিত শিল্পী রমিজ বাবু, দীপা দাশ, রবি ভৌমিক, জান্নাতুল সাদিয়া পুষ্প ও অনুকা গুহ। স্বপ্নযাত্রীর সহ-যুগ্ম সম্পাদক উমেসিং মারমা ঊর্মির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মোহাম্মদ। চিঠি পাঠের মূল পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন স্বপ্নযাত্রীর সভাপতি কবি আলী প্রয়াস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বপ্নযাত্রীর প্রতিষ্ঠাকালীন সভাপতি রাজীব চক্রবর্তী। আবহ সঙ্গীতায়োজনে ছিলেন মিথিলা মারমা। সার্বিক সহযোগিতায় ছিলেন মিথিলা মারমা, তানিম চৌধুরী, বিক্রমজিৎ সেন, সৌরভ শর্মা, মুনমুন ভৌমিক, মো. নাজিম উদ্দিন, সাইদুল ইসলাম শাকিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ২১৮৮ স্কুল শিক্ষার্থী পেল টিকা