স্থিতিশীল বিশ্ব গড়তে মহানবীর (দ.) আদর্শে ফিরে যেতে হবে

রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের ১১তম দিনে আল্লামা সাবির শাহ

| রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৭:০৮ পূর্বাহ্ণ

পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মজিআ) বলেছেন, বিশ্বের নিপীড়িত মানবতাকে পরিত্রাণ দিতে এবং একটি মানবিক নিরাপদ স্থিতিশীল সম্প্রীতিপূর্ণ বিশ্ব গড়তে মহানবীর (দ.) আদর্শেই আমাদের ফিরে যেতে হবে। জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবীর (দ.) ৫০ বছর উদ্‌যাপনের অংশ হিসেবে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার আয়োজনে নগরীর ষোলশহর আলমগির খানকাহ শরিফে ১২ দিনব্যাপী রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের ১১তম দিবসে শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সৈয়দ সাবির শাহ্‌ (মজিআ) একথা বলেন।
কনফারেন্সে সভাপতিত্ব করেন আওলাদে রাসূল (দ.) আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মজিআ)। বিশেষ অতিথি ছিলেন আল্লামা সৈয়দ কাসেম শাহ (মজিআ)। ঈদে মিলাদুন্নবীর (দ.) তাৎপর্য ও মহানবীর (দ.) জীবন দর্শনের ওপর আলোচনায় অংশ নেন জামেয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা মুফতি কাজী আবদুল ওয়াজেদ, উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম ফজলুল হক, উপাধ্যক্ষ আল্লামা আবদুল আজিজ আনোয়ারী। কনফারেন্সে অতিথি ছিলেন ইসলামী চিন্তাবিদ সুফি মিজানুর রহমান, আনজুমানের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শামসুদ্দিন, মুহাম্মদ সিরাজুল হক, গিয়াস উদ্দিন শাকের, এনামুল হক বাচ্চু, জামেয়ার উপাধ্যক্ষ ড. আ ত ম লেয়াকত আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোনো দলের হয়ে কাজ করা যাবে না
পরবর্তী নিবন্ধ৭৮৬